ইউরোফেরি অলিম্পিয়া-২০২২
আন্তর্জাতিক

গ্রিসে ফেরি দুর্ঘটনা, নিখোঁজ ১২ 

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের লোনিয়ান সাগরে ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন ধরে যায়, এই ঘটনায় অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন এবং বাকি ২ জন আটকা পড়েছেন।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে (২০ ফেব্রুয়ারি) ‘ইউরোফেরি অলিম্পিয়া’ গ্রিসের পশ্চিম উপকূলের ইগোমেনিৎসা দ্বীপ থেকে ব্রিনদিসির পথে রওনা হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গ্রিক কোস্টগার্ড জানায়, ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছেন। গ্রিস থেকে ইতালি অভিমুখী ইউরোফেরি অলিম্পিয়ায় আগুন লাগার পর ২৭৮ জনকে উদ্ধার করে কোরফু দ্বীপে নেওয়া হয়েছে।

ফেরির ক্যাপ্টেন এবং দুই প্রকৌশলীকে গ্রেফতার করা হলেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। গ্রিস কর্তৃপক্ষ বলছে আগুন লাগার কারণ সম্পর্কে এখনেও কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে চলছে তদন্ত।

ইতালির কোম্পানি গ্রিমালডি লাইনসের মালিকানাধীন ১৮৩ মিটার দীর্ঘ জাহাজটিতে ২৩৯ জন যাত্রী ও ৫১ জন ক্রু এবং ১৫৩টি ট্রাক ও ট্রেইলার এবং ৩২টি যাত্রীবাহী যান বহন করা হচ্ছিল।

দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল ইআরটি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সামান্য আঘাত পেয়েছিলেন এবং তাদের নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

গ্রিক কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ১২ জন যাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের ৯ জন বুলগেরিয়া থেকে এসেছেন।

এদিকে গ্রিস গণমাধ্যমকে ফেরিটির এক যাত্রী জানান, যখন সতর্ক সংকেত বেজে উঠেছিল, তখনও অনেকে তাদের গাড়িতে ঘুমাচ্ছিলেন।

ফেরির হোল্ডে থাকা কোনো একটি গাড়ির ডেক থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ক্রুরা প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ওই চেষ্টা ব্যর্থ হলে ক্যাপ্টেন আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে সবাইকে ফেরি ত্যাগের নির্দেশ দেন।

“ফেরি ত্যাগ করার এক ঘণ্টার মধ্যেই ক্রুরা আমাদের উদ্ধার করেন,” গ্রিক টিভিকে এমনটাই বলেছেন এক যাত্রী।

ফেরিটির যাত্রী ও ক্রু সবাই এরিকুসা দ্বীপের কাছে লাইফবোটে চাপেন; পরে কাছাকাছি থাকা জাহাজগুলো তাদের তুলে নেয়।

আরও পড়ুন: সন্ধ্যা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক

প্রসঙ্গত, ফেরিটির পাশ দিয়ে যাওয়া ইতালির শুল্ক বিভাগের একটি জাহাজ ঘটনাস্থলে সবার আগে পৌঁছায়। ইতালির শুল্ক পুলিশ পরে জানায়, তাদের টহল নৌযান মন্টে স্পেরোনে ফেরিটির ২৪৩ আরোহীকে উদ্ধার করে। গ্রিসের বিশেষায়িত একটি উদ্ধারকারী দল আগুন ধরার ১২ ঘণ্টারও বেশি সময় পর নৌযানটিতে নামতে সক্ষম হয়েছে। বিবিসি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা