যোগী আদিত্যনাথ-উত্তর প্রদেশ, ভারত
আন্তর্জাতিক

১০ মার্চের পর বুলডোজার চলবে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের নির্বাচনী কেন্দ্রে গিয়ে জানালেন, ১০ মার্চ বুলডোজার প্রকাশ হবে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মইনপুরি জেলার কারহাল বিধানসভা কেন্দ্রের ভোটারদের নির্ভয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান যোগী।

অখিলেশ যাদব এই কারহাল থেকেই প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে লড়ছেন।

যাদবের বিরুদ্ধে প্রচারে গিয়ে যোগী ভোটারদের ‘সমাজবাদীর গুন্ডাদের থেকে ভয় পেতে’ বারণ করেন। পাশাপাশি হুংকার ছেড়ে যোগী বলেন, নির্বাচনের জন্য বুলডোজারগুলো মেরামত করতে দেওয়া হয়েছে।

১০ মার্চের পর ফল প্রকাশ হওয়ার পর বিজেপি সরকার গঠন করলে বুলডোজারগুলো আবারও কাজ শুরু করে দেবে।

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানায়, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেশ সিং বাঘেলকে কারহালে অখিলেশের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছেন।

৩য় দফায় ২০ ফেব্রুয়ারি( রোববার) এই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাঘেলের প্রচারেই এদিন কারহালে যান যোগী।

মইনপুরি জেলা সমাজবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কারহাল বিধানসভা কেন্দ্রে যাদবদের সংখ্যা বেশি। সেই যাদব অধ্যুষিত কেন্দ্রে গিয়েই যোগী কড়া ভাষায় আক্রমণ করেন অখিলেশকে।

এদিন যোগী আরও একবার উত্তেজনা ছড়ালেন। ইতিপূর্বেও অখিলেশ ও আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর বিরুদ্ধে এমন ভাষা প্রয়োগ করেন তিনি। যোগীর এই ভাষা প্রয়োগ নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। তবে তাতেও থামার পাত্র নন যোগী।

এদিন অখিলেশকে কটাক্ষ করে যোগী বলেন, অখিলেশ এর আগে বলেছিলেন যে মনোয়ন পেশের পর একেবারে ফল প্রকাশের দিন সার্টিফিকেট নিতে কারহালে আসবেন। তবে ভূপেশ বাঘেল তাকে পঞ্চমদিনই ফিরতে বাধ্য করলেন।

আরও পড়ুন: অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন

যোগী আদিত্যনাথ আরও বলেন, সমাজবাদী পার্টির প্রার্থী আজমগড়ের সাংসদ হলেও করোনাকালে সেখানে যাননি। তাই তিনি সেখান থেকে (আজমগড়) প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করতে পারেননি।

কারহালে নেতাজির (মুলায়ম সিং যাদব) নাম ভাঙিয়ে আসন দখল করার কথা ভেবেছিলেন, কিন্তু এখন তাকে কোথাও দেখা যাচ্ছে না। পাশাপাশি এদিন ভূপেশ বাঘেলের বিরুদ্ধে হওয়া হামলার বিষয়টিও তোলে ধরেন যোগী আদিত্যনাথ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা