আন্তর্জাতিক

সুন্দরী বউকে ফিরে পেতে থানায় স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: সুন্দরী স্ত্রীকে ফিরে পেতে ভারতের ছতরপুর পুলিশ সুপারের কাছে হাজির হয়েছেন নন্দু পাল নামে এক যুবক। মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটে। এর আগে গত বছরের ৩০ এপ্রিল পারিবারিকভাবেই নন্দু পালের এবং রিনা পালের বিয়ে হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলা হয়, পুলিশকে নন্দু পাল বলেন, ‘স্যার, আমার স্ত্রী খুবই সুন্দরী। কিন্তু ও আমার সঙ্গে থাকতে চায় না। বিয়ের পর ওকে ওর বাপেরবাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর ফেরেনি সেখান থেকে।’

এর পরের কথা শুনে আরও তাজ্জব বনে যান পুলিশকর্মীরা। নন্দু বলেন, ‘স্যার, আমি তো বউয়ের মতো অত সুন্দর নই, তাই হয়তো আমার সঙ্গে সংসার করতে চাইছে না। কিন্তু ওকে আমি ফিরে পেতে চাই।’

নন্দু পালের অভিযোগ, বিয়ের পর মাত্র তিনদিন নন্দুর সঙ্গে ছিলেন রিনা। এর পর বাপের বাড়ি চলে যান তিনি। বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর স্ত্রীকে যখন বাপেরবাড়ি থেকে আনতে যান, তিনি ফিরে আসতে অস্বীকার করেন।

শুধু তাই নয়, নন্দুর শ্বশুরবাড়ির লোকজন তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন। এরপরও স্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করার চেষ্টা করেন নন্দু। কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। এর পরই আইনি রাস্তার সিদ্ধান্ত নেন নন্দু।

আরও পড়ুন: খালেদা জিয়ার উপদেষ্টা ছিলাম না

নন্দু বলেন, ‘আমি দেখতে খারাপ ঠিকই; কিন্তু তা বলে আমাকে ছেড়ে চলে যাবে?’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা