সান নিউজ ডেস্ক: ছোট্ট একটি আরব দেশ কুয়েত। উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সরকার মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কুয়েতের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক আল জারিদা। আগামী রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
এবং সামাজিক দূরত্ববিধি শিথিল হলেও মসজিদে নামাজের সময় মুসল্লিদের মাস্ক পরা বিষয়ক বাধ্যবাধকতায় পরিবর্তন আনা হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগ বাদার আল ওতেইবি থেকে জারি করা সেই নির্দেশনায় আরও বলা হয়েছে, মসজিদে নামাজ আদায় করতে হলে আগের মতোই নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে।
তবে নতুন এই নির্দেশনার সুফল ভোগ করবেন কুয়েতের সেইসব নাগরিকরা, যারা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। এখনও যারা টিকা নেননি, তাদেরকে প্রথম ডোজ নেওয়ার পর মসজিদে আসতে বলেছে ধর্মমন্ত্রণালয়।
দৈনিক সংক্রমণ ক্রমশ কমে আসতে থাকায় গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) কুয়েতের সরকার অধিকাংশ করোনাবিধি শিথিলের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে দেশটির শপিং মল, সিনেমা হল ও থিয়েটারগুলো সবার জন্য খুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্তের হার
সরকারি ঘোষণায় বলা হয়েছে—এখনও টিকার দুই ডোজ সম্পূর্ণ করেননি, শপিং মল-থিয়েটার বা এই জাতীয় জনসমাগমপূর্ণ স্থানে তারাও প্রবেশ করতে পারবেন, তবে এক্ষেত্রে অবশ্যই পিসিআর টেস্টের নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে তাদেরকে।
উল্লেখ্য,মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৭ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের মসজিদ খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সংক্রমণ এড়াতে আবারও শারীরিক দূরত্বের পাশাপাশি মুসল্লিদের ব্যক্তিগত জায়নামাজ ও মাস্ক পরিধান করে মসজিদে আসতে বলা হয়েছে। পাশাপাশি ১৫ মিনিটে জুমার খুতবা শেষ করতে বলা হয়েছিল।
সাননিউজ/এমআরএস