আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় হংকংয়ের স্বাস্থ্য ব্যবস্থায় পড়েছে অতিরিক্ত চাপ। পরিস্থিতি এমন যে, হাসপাতালের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের বাইরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে করোনার ৫ম ঢেউয়ের বিরুদ্ধের লড়াইয়ের কথা স্বীকার করেছে হংকং সরকার।
বুধবার হংকংয়ে নতুন করে ৪ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছে ৯ জন। সংক্রমণের বিস্তার ঠেকাতে স্থানীয় সরকারকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। হংকংয়ের ব্যাপারে চীনা প্রেসিডেন্টের এ ধরনের নির্দেশনা বিরল।
কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তির জন্য অপেক্ষা করছে ১০ হাজারের বেশি করোনা আক্রান্ত। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে দৈনিক আক্রান্তের সংখ্যা শিগগিরই ২৮ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাননিউজ/জেএস