আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসের কারণে পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হলেও ভ্যাকসিনের ৩ ডোজ পাওয়া ব্যক্তিদের ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে কুয়েত প্রবেশে আর পিসিআর টেস্ট প্রয়োজন হবে না। বাতিল করা হয়েছে হোম কোয়ারেন্টাইনও।
স্থানীয় সংবাদ সংস্থা আরব টাইমসের খবরে জানা যায়, সোমবার কুয়েত মন্ত্রিপরিষদের এক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চ থেকে সরকারি কার্যালয়গুলো শতভাগ কর্মচঞ্চল হয়ে উঠবে। পাবলিক ট্রান্সপোর্টগুলো পূর্ণ ক্ষমতায় চলবে।
স্বাস্থ্যবিধি মেনে বন্ধ স্থানগুলো উন্মুক্তসহ সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে। মসজিদে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।
এছাড়া ছুটিতে গিয়ে আটকা পড়া কুয়েত প্রবাসীরা ছয় মাসের বেশি দেশটির বাইরে থাকার সুবিধা পাচ্ছেন সেপ্টেম্বর পর্যন্ত। পরে ছয় মাসের বেশি কুয়েতের বাইরে থাকলে স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি বাতিল হয়ে যাবে।
সাননিউজ/জেএস