আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে স্পেনের একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১১ জন। খবর: বিবিসি।
বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কানাডার উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে তাদের উপকূলে নিয়ে এসেছেন। নিখোঁজ বাকিদের উদ্ধার করতে অভিযান চলছে। তীব্র বাতাসে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
উপকূল থেকে ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরের ডুবে যায় নৌকাটি। বিপদসংকেত পেয়ে কানাডা এবং স্পেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
জানা যায়, ওই নৌকায় ২৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১৬ জন স্পেনের। বাকিরা পেরু ও ঘানার নাগরিক।
আরও পড়ুন: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে
এ ঘটনায় স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ উদ্বেগ প্রকাশ করে উদ্ধার অভিযানের সার্বক্ষণিক খবর রাখছেন তিনি।
সাননিউজ/এমএসএ