আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন কারাগার থেকে ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের ইউনিয়ন ডে উপলক্ষ্যে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় তাদের মুক্তি দেওয়া হবে। আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এক বিবৃতিতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং এ তথ্য জানিয়েছেন। ১৯৪৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পেংলং চুক্তির স্মরণে প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে হিসেবে পালন করে মিয়ানমার। শনিবার এর ৭৫ বছর পূর্তি হচ্ছে।
আরও পড়ুন: চলতি বছরেই কমবে করোনার তীব্রতা
মিন অং হ্লাইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি দেশের ইউনিয়ন ডের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় এ ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়া হবে। এবারের সাধারণ ক্ষমার আওতায় ইয়াঙ্গুনের বিভিন্ন কারাগারে বন্দিদের বেশি মুক্তি দেওয়া হবে।
প্রসঙ্গত, মিয়ানমার বা মায়ানমার প্রাক্তন নাম ও কথ্যরূপ বর্মা বা বার্মা, হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মিয়ানমারের আনুষ্ঠানিক নাম হলো প্রজাতান্ত্রিক ঐক্যতন্ত্রী মিয়ানমার। মিয়ানমারের রাজধানী নেপিডো[ছ]। তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে মিয়ানমার এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় ইয়াঙ্গুন। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়।
সান নিউজ/এনকে