হিরণ চট্টোপাধ্যায়
আন্তর্জাতিক

বিজেপির নতুন চমক অভিনেতা হিরণ

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সবাইকে অবাক করে দিয়ে তারকা বিধায়ক হিরণের নাম ঘোষণা করে বিজেপি। সোমবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মাঝরাতে হঠাৎ করে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের খড়্গপুর পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহ ঠেকাতে নতুন চমক দিয়েছে বিজেপি।

হিরণকে মনোনয়ন দেওয়া প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিনি বিদ্রোহ করেছিলেন। ছেড়েছিলেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সর্বভারতীয় সহ–সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। আর এই বিদ্রোহ প্রশমিত করতে তাকেই এই পৌরসভা নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার মাঝরাতে প্রার্থী তালিকা ঘোষণা করে আরও চমক দিল বিজেপি। এই প্রার্থী তালিকা অনুযায়ী, খড়্গপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আরও পড়ুন: প্রদীপের ‘ডেথ রেফারেন্স’ হাইকোর্টে

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, কাকে কোনও ওষুধ দিতে হয় তা তার জানা আছে। কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট তাও তিনি জানেন। সুতরাং রাজ্য বিজেপিতে দিলীপকে সাইড করতেই এই চাল চেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈচিক বিশেষজ্ঞরা। তাই এই মাসের গোড়াতেই তাকে প্রচারের মুখ করা হয় খড়গপুরে।

হিরণ চট্টোপাধ্যায় বিধায়ক হওয়ার পর থেকেই প্রেমবাজার–হিজলি এলাকায় থাকছেন। নাম তুলেছেন ভোটার তালিকায়। খড়্গপুর পৌরসভা নির্বাচনের প্রচার কমিটির আহ্বায়ক করা হয়েছে তাকে। সম্প্রতি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপরই সমীকরণ পাল্টে গেল বলে মনে করা হচ্ছে। এই ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা জহর পাল এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হিরণ নিয়ে বিজেপির এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: এবার রাশিয়া যাচ্ছেন ইমরান খান

হিন্দুস্তান টাইমসের বিশ্লেষণে বলা হয়, খড়্গপুরের সংসদ সদস্য দিলীপ ঘোষ হলেও বিধায়ক হিরণের ওপর ভরসা রাখল দল। তাতে দুই গোষ্ঠী তৈরি হল বলেও মনে করা হচ্ছে। একটি দিলীপ ঘোষ গোষ্ঠী। আর একটি হিরণ চট্টোপাধ্যায় গোষ্ঠী। হিরণকে সামনে নিয়ে আসায় দিলীপ গোষ্ঠী নিস্ক্রিয় থাকবে। এমনকি হিরণকে হারাতেও তৈরি থাকবে বলে মনে করছেন দলের একাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা