ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল রবিবার থেকে খুলে দেয়া হচ্ছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর ১ হাজার ৫৬০টি মসজিদ।
শনিবার ২০ জুন দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গালফ নিউজের এই প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনেই মক্কার মসজিদগুলোতে মুসল্লিদের প্রবেশ করতে হবে।
রবিবার ফজরের নামাজ থেকেই মুসল্লিরা জন্য মসজিদে প্রবেশ করতে পারবেন।
সৌদি সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার মসজিদগুলো খুলে দেওয়া হলেও মুসল্লিদের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে করে নিয়ে যেতে হবে। নামাজ আদায়ের ক্ষেত্রেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
করোনা মহামারির কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত মাসে মক্কা ছাড়া পুরো সৌদি আরবে মসজিদ খুলে দেয়া হয়।
সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৯২ জন। মারা গেছেন ১ হাজার ১৮৪ জন।
সান নিউজ/সালি