আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ৭ জন নিহত হয়েছেন । এই ঘটনায় বিমানের সবাই মারা গেছেন বলে জানিয়েছে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার দেশটির স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পেরু সরকার।
এএফপির বরাত দিয়ে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয়েছে ‘সেনসা টু জিরো সেভেন’ নামের এয়ারক্রাফট। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি অবতরণ করার চেষ্টা করেন পাইলট। তবে মাটিতে নামার পর বিমানটিতে আগুন ধরে যায়।
আরও পড়ুন: নাইজেরিয়ায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ
মন্ত্রণালয় আরও জানায়, নিহতদের মধ্যে দুই ক্রু ও পাঁচ জন পর্যটক ছিলেন। তাদের তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু হয়েছে। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।
সাননিউজ/এমএসএ