আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যক্তিরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে নারী ও শিশুসহ অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেট জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে মার্কিন বাহিনী সিরিয়ার আতমেহ শহরে অভিযান চালায়। এ সময় ৬ শিশু ও ৪ নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
আতমেহ শহরের বাসিন্দারা জানান, মধ্যরাতের দিকে কয়েকটি হেলিকপ্টারে করে আসে মার্কিন সেনারা। এ সময় সেখানে গোলাগুলি শুরু হয়। প্রায় ২ ঘণ্টার মতো সন্ত্রাসীদের সঙ্গে মার্কিন বাহিনীর লড়াই চলে।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর ইউম্যান রাইটস জানায়, ২০১৯ সালে ইসলামিক স্টেট নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার পর এই অঞ্চলটিতে চালানো সবচেয়ে বড় মার্কিন অভিযান ছিল এটি। তথ্যসূত্র- বিবিসি।
সাননিউজ/জেএস