আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রায় এক বছর পর আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়েছে তালেবান। এমনকি নারী শিক্ষার্থীদেরও ক্লাসে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। তবে বছরের শেষ দিকে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও নারী শিক্ষার্থীদের ক্লাসে যোগদানের অনুমতি দেওয়া হয়নি।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের নানগরহার বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা গেছে। তবে তাদেরকে পৃথক দরজা দিয়ে প্রবেশ করতে হয়েছে।
তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রেণিকক্ষে পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে বসতে পারবেন না নারী শিক্ষার্থীরা। তাদের বসার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে।
সাননিউজ/জেএস