আন্তর্জাতিক ডেস্ক: এবার বাংলাদেশের খাতে অর্থ সাহায্যের পরিমাণ ভারতের বাজেটে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঘোষিত বাজেটে ৩০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে বাংলাদেশের জন্য।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২-২৩ সালের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ ঘোষণা করেন। ভারতের গত বাজেটে বাংলাদেশের জন্য প্রথমে ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়। পরে তা বাড়িয়ে ৩০০ কোটি করা হয়।
তবে এবার তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। মিয়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ৬০০ কোটি রুপি বাজেটে বরাদ্দ করেছেন সীতারামন।
অন্যান্য যেসব রাষ্ট্রের জন্য ভারতের চলতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভুটানের জন্য। তারপরে রয়েছে মরিশাস। দ্বীপরাষ্ট্রের জন্য বরাদ্দ আছে ৯০০ কোটি রুপি। নেপালের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৫০ কোটি রুপি। আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি রুপি।
সাননিউজ/জেএস