আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে সড়কে দায়িত্ব পালনকালে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
ফ্রান্স সীমান্তবর্তী ওই রাজ্যের কুজেল জেলায় স্থানীয় সময় সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র
নিয়মিত টহলের অংশ হিসেবে ওই দুই পুলিশ রাস্তায় সন্দেহভাজন একটি গাড়ি থামিয়েছিলেন। এ সময় গাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে দুই পুলিশ ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে একজন পুরুষ (২৯) এবং একজন নারী (২৪)।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ৩২ ও ৩৮ বছর বয়সি দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল এবং তার আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রতিবেশী রাজ্য সারল্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
সান নিউজ/এনকে