আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়োগ করা প্রায় দুই হাজার শিশু যুদ্ধক্ষেত্রে মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা।
সোমবার (৩১ জানুয়ারি) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরেও একই কথা বলা হয়েছে।
জাতিসংঘে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালে হুতি বিদ্রোহীদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ১ হাজার ৪০৬ জন শিশু মারা গেছেন। ২০২১ সালের জানুয়ারি-মে এই ৫ মাসে মারা গেছে আরো ৫৬২ জন শিশু।
বিশেষজ্ঞদের প্যানেলটি জানায়, হুথি বিদ্রোহীরা তাদের মতাদর্শ প্রচার করতে বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছে। একই সঙ্গে শিশুদের নিজেদের পক্ষে লড়তে নিয়োগ দিয়ে চলেছে। এমনকি তারা এমন একটি ক্যাম্প পেয়েছেন যেখানে শিশুদের অস্ত্র পরিস্কার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে রকেট হামলা হলে কিভাবে বাঁচতে হবে সে কৌশল সম্পর্কেও শিক্ষা দেওয়া হচ্ছে।
এদিকে প্যানেলটি শিশুদের যুদ্ধ ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে মসজিদ, ক্যাম্প ও স্কুলকে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। এরপরও যদি লড়াইরত কোনো পক্ষ এমনটি করে তাদের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছে। তথ্যসূত্র: বিবিসি।
সাননিউজ/জেএস