আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় পাঁচ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামা ও বুদগাম জেলায় এ ঘটনা ঘটে। খবর- এনডিটিভি।
পুলিশের দাবি, নিহতদের মধ্যে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের এক কমান্ডার আছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ১২ ঘণ্টার অভিযানে ঘটনাস্থলেই পাঁচ সন্ত্রাসীর মৃত্যু হয়। এ ছাড়া বুদগাম জেলার চর-ই-শরিফ এলাকায় অপর এক বন্দুকযুদ্ধের ঘটনায় আরও এক সন্ত্রাসী নিহত হয়।
আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
প্রসঙ্গত, গত মাসে একাধিক অভিযানে অন্তত ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানা গেছে।
সাননিউজ/এমএসএ