ইন্টারন্যাশনাল ডেস্ক:
খুব কম সময়ের মধ্যে ছেলেকে প্রচুর পরিমাণে পানি পান করানোর জেরে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে মার্কিন পুলিশ।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের এল পাসো কাউন্টিতে ঘটনাটি ঘটেছে। কলোরাডো পুলিশ বলছে, ১১ বছর বয়সী জাকারি সাবিন গত মার্চে মারা গেছে। কিন্তু তার মা-বাবার ব্যাপারে আটকাদেশ ছিল না। গত মঙ্গলবার সকালে ছেলেটির সৎ মা ও বাবাকে আটক করে পুলিশ।
বর্তমানে তারা এল পাসো কাউন্টি কারাগারে আছেন। এখন পর্যন্ত তারা জামিনে ছাড়া পাননি। এল কাউন্টি পুলিশ বলছে, ওই ছেলেকে গত ১০ মার্চ প্রচুর পরিমাণে পানি খাইয়ে হত্যা করেছে তার মা-বাবা। চার ঘণ্টার মধ্যে তাকে বারবার পানি পান করানো হয়।
একপর্যায়ে ওইদিনই সাবিন ৯১১ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছিল। তাকে বেশি পানি পান করানোর কথাও জানিয়েছিল সে। তার দাবি, প্রস্রাবের রঙ হলুদ হওয়া এবং তাতে কিছুটা গন্ধ থাকায় মা-বাবা মিলে তাকে প্রচুর পানি পান করাচ্ছে।
অভিযোগ উঠেছে, ওই দম্পতির হাতে আরও পাঁচজন শিশু হয়রানির শিকার হয়েছে। সূত্র : ইনডিপেনডেন্ট
সান নিউজ/ আরএইচ