ইন্টারন্যাশনাল ডেস্ক:
লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হওয়া ছাড়াও আরও বেশ কিছু সেনা আহতও হয়েছে। সবমিলিয়ে ৭৬ জন সেনা আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভারতীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
বৃহস্পতিবার (১৮ জুন) এক সেনা কর্মকর্তা জানান, সীমান্ত সংঘর্ষে আহত সেনাদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। তারা লেহ হাসপাতালে ভর্তি রয়েছেন।, বাকি ৫৬ জনের চিকিৎসা চলছে অন্যান্য হাসপাতালে। তবে আহত সেনারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা কাজে যোগ দিতে পারবেন।
লাদাখ সীমান্তে ভারত-চীন সেনা সংঘর্ষের ঘটনায় মেজর জেনারেল স্তরে ফের আলোচনা চলছে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় লাদাখের ১৫,০০০ ফুট উচ্চতায় গালোয়ান উপত্যকা এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়। পরে তারা পরস্পরের প্রতি পাথর নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। সূত্র: এনডিটিভি
সান নিউজ/ আরএইচ