ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পশ্চিমা বিশ্বকে আতঙ্ক না ছড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর জন্য পশ্চিমা দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় লাখো সেনা মোতায়েন করেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আহ্বান জানান তিনি। খবর: সিএনএন।

এদিকে গত বছর থেকেই ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েন করে রাশিয়া। সম্প্রতি সেখানে সামরিক মহড়া জোরদার করা হয়। রাশিয়ার এমন প্রস্তুতির কারণে পশ্চিমা দেশগুলোর ধারণা ইউক্রেন দখল করতেই রাশিয়ার এ সেনা সমাবেশ ঘটিয়েছে। তবে রাশিয়া এমন অভিযোগ প্রতিার নাকচ করে দেয়। বিষয়টি নিয়ে বারবার আলোচনায় বসছে নানা পক্ষ। ইউক্রেনকে ঘিরে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার এমন উত্তেজনার মধ্যেই শুক্রবারের সংবাদ সম্মেলনে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আতঙ্ক না ছড়াতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, আমরা এমন আতঙ্ক চাই না। আগ্রাসন অবশ্যম্ভাবী বলে বারবার সতর্ক করে ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ফোনালাপের কথা তুলে ধরে জেলেনস্কি বলেন, যদিও ক্রেমলিনের পক্ষ থেকে বারবার আগ্রাসনের হুমকি আসে তবুও ২০১৪ সাল থেকেই কিয়েভ জানে কীভাবে তা মোকাবেলা করতে হয়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, তারা বলছে আগামীকালই যুদ্ধ।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

রাশিয়ার সেনা সমাবেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন না জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এক বছর আগেও এমন সেনা মোতায়েন করা হয়েছিল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা