আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আক্রমণকারীও নিহত। কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি।
ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। দেশটির সেনা সূত্র জানায়, বালুচিস্তানের কেচ শহরে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আক্রমণ করলে সেনাও গুলি চালায়। সেনার গুলিতে একজন সন্ত্রাসী মারা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় বালুচিস্তানে। তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপরই মূলত হামলা করে। তারা বালুচিস্তানের স্বাধীনতা দাবি করে। ইসলামাবাদের অধীনে থাকতে চায় না তারা।
সান নিউজ/এমকেএইচ