আন্তর্জাতিক ডেস্ক: ওলাফ শলৎস জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় প্রথম সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জনানো হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ওলাফ শলৎসকে অভ্যর্থনা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, আসন্ন সফরটিকে ‘যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে গভীর ও স্থায়ী সম্পর্ক নিশ্চিতের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের ভোট দেয়ার মাধ্যমে শুরু শিল্পী সমিতির নির্বাচন
এছাড়াও ইউক্রেনের বিরুদ্ধে আরও রুশ আগ্রাসন মোকাবিলার যৌথ প্রচেষ্টা নিয়ে দুই নেতা কথা বলবেন বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র।
সাননিউজ/এএএ