আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দির একটি নৈশক্লাবে রোববার ভোররাতে ঘটা অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
এক বিবৃতিতে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটেসাধারণত নৈশক্লাবে যেসব আতশবাজি পোড়ানো হয় সেখান থেকেই আগুনের সূত্রপাত। আতশবাজি বিস্ফোরণে আগুন ভবনটিতে ছড়িয়ে পড়ে। ।
নৈশক্লাবটির এক নিরাপত্তা প্রহরী বলেন, ‘এটা রাত ২টার কিছু পরে ঘটেছে এবং অধিকাংশ গ্রাক রাত ৩টার দিকে এসে থাকেন...অনেক হতাহতের ঘটনা ঘটেছে।’
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। খবর-সিএনএন।
সাননিউজ/জেএস