জাসিন্ডা আরডার্ন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

নিজের বিয়েও বাতিল করলেন জাসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে শনিবার মধ্যরাত থেকে দেশে কঠোর বিধিনিষেধ জারি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এ বিধিনিষেধ মানতে নিজের বিয়েও বাতিল করে দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার তার বিয়ে বাতিলের ঘোষণা দেন তিনি। খবর- সিএনএন।

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে এক পরিবারের ৯ জন করোনার নতুন ধরণ ওমিক্রনে সংক্রমিত হন। ওই পরিবার যে উড়োজাহাজে ভ্রমণ করেছিল, সেখানকার একজন কর্মীও ওমিক্রনে আক্রান্ত হন। এর পর স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে দেশটিতে বিধিনিষেধ জারি করা হয়।

বিধিনিষেধ নিয়ে জাসিন্ডা বলেন, করোনার কারণে আমার বিয়েও হবে না। মহামারির ঠেকাতে বিধিনিষেধের কারণে এ ধরনের অভিজ্ঞতা এর আগে যাদের হয়েছে, আমিও এখন তাদের দলে যোগ দিলাম।

এদিকে বিয়ের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় কেমন অনুভূতি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, জীবনটা এমনই।

জাসিন্ডা আরডার্ন তার দীর্ঘদিনের সঙ্গী ও তার সন্তানের বাবা ক্লার্ক গেফোর্ডের সাথে বিয়ের পরিকল্পনা করেছিলেন। তবে করোনা সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

প্রসঙ্গত, মহামারির শুরুর পর থেকে এখন পর্যন্ত নিউজিল্যান্ডে ১৫ হাজার ১০৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৫২ জনের। গত দুই বছরের বেশিরভাগ সময় দেশটিতে সীমান্তে কঠোর বিধিনিষেধ ও লকডাউন আরোপ করা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা