সাননিউজ ডেস্ক: ভারতের মুম্বাইয়ে ২০ তলা বিশিষ্ট একটি ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২২ জানুয়ারি) সকাল সাতটার দিকে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তারদেও এলাকায় ২০ তলা ভবনের ১৮ তলায় অগ্নিকাণ্ড ঘটে।
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই আবাসিক ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে এসেছেন। তবে এখনও ব্যাপক ধোঁয়া উঠছে। স্বস্তির খবর হচ্ছে- ভবনটিতে আটকে থাকা সবাইকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ভবনের ৬ জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদেরকে এরইমধ্যে হাসপাতালে পাঠিয়েছি।
সাননিউজ/এমআর