সাননিউজ ডেস্ক: মানবিক সহায়তা প্রদানের সুবিধার জন্য আফগানিস্তানের রাজধানী কাবুলে কম আকারে উপস্থিতি পুনরায় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এই ঘোষণা দেয় সংস্থাটি। খবর এএফপি।
এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো বলেন, কাবুলে আমাদের ন্যূনতম উপস্থিতিকে তালেবানকে কোনওভাবেই স্বীকৃতি হিসেবে দেখা উচিত হবে না।
পিটার আরও বলেন, বিষয়টি দেশটির কার্যত কর্তৃপক্ষকেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
আফগানিস্তান একটি মানবিক বিপর্যয়ের মুখোমুখি। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক সাহায্য স্থগিত করে। দেশটির বিদেশে থাকা সম্পদে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। ফলে আফগানিস্তানের মানবিক পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে।
পূর্ববর্তী মার্কিন-সমর্থিত সরকারের অধীন আফগানিস্তান প্রায় পুরোপুরি বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল ছিল। তালেবানের ক্ষমতা দখলের প্রেক্ষাপটে আফগানিস্তান চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। দেশটির অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে। বেশির ভাগ সরকারি কর্মচারী কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না।
সাননিউজ/এমআর