আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফরে যাবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন। খবর: ডেইলি সাবাহর।
তিনি বলেন, ইসরাইলে প্রধানমন্ত্রী নাফতালি বেনেতও চান তুরস্কের সাথে সুসম্পর্ক বজায় রাখতে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও তুরস্কের সাথে জ্বালানি নিয়ে বিষয়ে আলোচনার জন্যই ইসরাইলের প্রেসিডেন্ট আঙ্কারা সফরে আসছেন।
২০১০ সালে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানো একটি তুর্কি জাহাজে হামলা করে ১০ স্বেচ্ছাসেবীকে হত্যার পর থেকে ইহুদিবাদী দেশটির সাথে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। পরে ২০১৬ সালে দুই দেশ আবার রাষ্ট্রদূতদের ফেরত পাঠায়।
সেই সম্পর্ক নতুন করে জোড়া লাগাতেই ইসরাইলি প্রেসিডেন্ট যাচ্ছেন তুরস্কে।
সাননিউজ/এমএসএ