না ফেরার দেশে চলে গেছেন বাংলা কমিকসের জনক নারায়ণ দেবনাথ (৯৬)। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর- আনন্দবাজার পত্রিকা।
গত ২৪ ডিসেম্বর তাকে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুস থেকে শুরু করে কিডনির বিভিন্ন সমস্যা বাড়ছিল। রক্তে অক্সিজেনের মাত্রাও কমছিল। স্বাস্থ্যের বিপজ্জনক অবনতি হওয়ার কারণে ১৬ জানুয়ারি তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেখান থেকে আর ফেরা হলো না নারায়ণ দেবনাথের।
১৯২৫ সালে হাওরার শিবপুরে জন্ম গ্রহণ করেন নারায়ণ দেবনাথ। অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তার ঝোঁক ছিল দেখার মতো। স্কুলের পাঠ চুকিয়ে তিনি আর্ট কলেজে ভর্তি হয়ে যান। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের কারণে বন্ধ হয়ে যায় আর্ট কলেজে পড়া। পরে কয়েকটি বিজ্ঞাপন সংস্থার হয়ে কাজ করেন তিনি।
বাংলা চিত্রকাহিনি বা কমিকসের এ প্রাণপুরুষের প্রয়াণে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাননিউজ/এমএসএ