আন্তর্জাতিক ডেস্ক: সুদানে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
গত বছর সেনা অভ্যুত্থানের পর দেশটির সরকারবিরোধী আন্দোলনে এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৭১ জনে।
সেনাশাসনের বিরুদ্ধে সোমবার আবারও উত্তাল হয়ে ওঠে সুদান। সকাল থেকেই মূল সড়কগুলোয় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। টায়ার পুড়িয়ে বিক্ষোভ জানায় তারা।
খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল নিয়ে রওনা হয় হাজারো নাগরিক। প্রাসাদ থেকে ২ কিলোমিটার দূরে ব্যারিকেড তৈরি করে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেওয়া হয় শহরের মূল সড়ক। আন্দোলনকারীরা বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এমনকি গুলিও ছোড়ে পুলিশ। এতে হতাহতের ঘটনা ঘটে। গত বছর ২৫ অক্টোবর সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই বেসামরিক সরকারের দাবিতে চলছে বিক্ষোভ। সূত্র: আল-জাজিরা
সাননিউজ/এএএ