আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ রোধে ১৫৩ দেশ ও অঞ্চলের যাত্রীদের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করেছে হংকং। বাতিল করা দেশগুলোর মধ্যে বাংলাদেশও আছে। ওমিক্রনে ৫০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর এমন কঠোর অবস্থান নিয়েছে হংকং।
জানা গেছে, এই নিষেধাজ্ঞা বহাল থাকবে অন্তত এক মাস। স্থানীয় সময় শুক্রবার ঘোষণাটি দিয়েছে হংকং।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১৫৩ দেশের ট্রানজিট ফ্লাইট হংকংয়ে অবতরণ করতে পারবে না। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোও আছে সেই তালিকায়।
এমনকি গত তিন সপ্তাহের মধ্যে যারা দুই ঘণ্টার বেশি সময় এই ১৫৩ দেশে অবস্থান করেছেন, তারাও কোনো যাত্রীবাহী ফ্লাইটে হংকংয়ে প্রবেশ করতে পারবেন না। আগামিকাল থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সূত্র: স্ট্রেইট টাইমস।
সাননিউজ/ এএএ