সাননিউজ ডেস্ক: বিশ্বে নতুন করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৮৯ হাজার ৯৬৬ জন। আর এ সময়ে মারা গেছেন ৬ হাজার ৩৬৫ জন। সবমিলিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ কোটির বেশি মানুষ এবং মারা গেছেন ৫৪ লাখ ৯৬ হাজার ৭৯১ জন।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস শনিবার (৮ জানুয়ারি) ভোরে এ তথ্য দিয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, নতুন ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ যুক্তরাষ্ট্রে; মৃত্যুতেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের তালিকায় এরপরই রয়েছে- ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, স্পেন, আর্জেন্টিনা ও ইতালি। নতুন ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ৫০২ জন; মারা গেছেন ২ হাজার ২৫ জন মারা গেছেন।
চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে সর্ব প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।
সাননিউজ/এমআর