ইন্টারন্যাশনাল ডেস্ক :
কাতারে জুন মাসের শেষের দিকে যে কোনও সময় তালেবান ও আফগান সরকারের উচ্চ পর্যায়ে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার ১৪ জুন আফগান সরকার এবং তালেবানের এক মুখপাত্র এই শান্তি বৈঠকের ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে দুই পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি।
এর আগে চলতি বছরের শুরুতে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকারের সঙ্গে তালেবানের দীর্ঘ আলোচনার পর চলতি বছরের প্রথম দিকে একটি কথিত শান্তি চুক্তি সই হয়।
আফগান সরকারের এক সূত্র জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি কাতারের রাজধানী দোহায় আন্তঃআফগান আলোচনার আয়োজনের জন্য কাতারের সরকারের একটি প্রস্তাব গ্রহণ করেছেন।
রোববার এক টুইটবার্তায় আশরাফ গণির মুখপাত্র সিদিক সিদ্দিকি জানান, আফগানিস্তান সরকার শুধুমাত্র দোহায় প্রথম বৈঠকের জন্যই একমত হয়েছেন। তবে সরাসরি আলোচনার জায়গা কোনটি হবে সেটি এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি।
জানা গেছে, মার্কিন ও তালেবান চুক্তি অনুযায়ী, আফগান সরকার শিগগিরই ৫ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয়া শেষ করবে।
এরইমধ্যে তালেবানের ৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার। সূত্র- ভয়েস অব আমেরিকা
সান নিউজ/সালি