ইন্টারন্যাশনাল ডেস্ক :
বিশ্ব মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এর মধ্যে বর্তমানে কয়েকটি দেশে অত্যন্ত দ্রুত এর সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩ হাজার ৪১৫ জন। নতুন সংক্রমিত শনাক্ত এক লাখ ২৪ হাজারের বেশি, যা গতকালের চেয়ে অধিক।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৬১ জন। আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ১২ হাজার ৯৩৩ জন।
তবে এর মধ্যে স্বস্তির খবর হলো, ৪২ লাখ ১৩ হাজার ২৮৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
সোমবার ১৫ জুন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে একদিনে ৭২৯ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৪৪ হাজারের বেশি। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৯১ হাজার ৫৫৬ জন।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪২৫ জন। তবে নতুনভাবে শনাক্ত হয়েছেন ২০ হাজারের বেশি। দেশটিতে মোট এক লাখ ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে কোভিড-১৯ এ। সংক্রমিত ২১ লাখ ৮২ হাজারের বেশি।
রাশিয়ায় মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ সংক্রমণের শিকার দেশটিতে আক্রান্ত সাড়ে পাঁচ লাখ মানুষ। আট হাজারের বেশি মৃত্যু দেখেছে কানাডাও।
তবে যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত। করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
সান নিউজ/সালি