আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপগামী ২৭ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করেছে রেড ক্রিসেন্ট যার মধ্যে নারী ও শিশুসহ। সম্প্রতি লিবিয়ার উপকূলে ভেসে আসে তাদের মরদেহ। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুটের এই ঘটনাকে সবশেষ ট্যাজেডি বলছে সেবামূলক সংস্থাটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে ৯০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর খোমসের একাধিক জায়গায় তাদের মরদেহ পাওয়া যায়। এসব অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে। বাকিদের খোঁজে সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল।
নিরাপত্তা কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কারও কারও দেহে পচন ধরায় কয়েকদিন আগে নৌকা ডুবির ঘটনা ঘটে। লিবিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ছবিতে দেখা গেছে, উপকূলে একাধিক মরদেহ ঢেকে রাখা হয়েছে। এদের কারও পরিচয় পাওয়া যায়নি।
সাননিউজ/এএএ