আন্তর্জাতিক ডেস্ক: সৌদিতে চারদিনের সাউন্ডস্টর্ম সংগীত উৎসব শেষ হলো। এই সংগীত উৎসবের শেষ দিনে যেন হুমড়ি খেয়ে পড়ে সৌদি নাগরিকরা বিশেষ করে তরুন তরুনিরা।
দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ বলেন, ৪ দিনে ৭ লাখ ৩২ হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিশ্বের বৃহত্তম সংগীত উৎসবগুলোর একটি এটি।
অংশগ্রহণকারীদের বেশির ভাগই যুবক ও নারী। যারা অবাধে মিশতে এবং পশ্চিমা সংগীতের তালে নাচতে পারে। উৎসবে যোগদানকারী এক সৌদি নারী জানান, আমরা রিয়াদে এর আগে এমন কিছু দেখিনি। ভিড়, গান, ভিআইপি রুম। সেই সঙ্গে অপ্রচলিত সাজ ও পোশাক।
উল্লেখ্য, ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালটি এমন সময় অনুষ্ঠিত হলো যখন সৌদি আরবের নেতারা রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করতে চাইছে। সেই সঙ্গে এর অর্থনীতিতে চলছে বৈচিত্র্য আনার প্রচেষ্টা। অল্প ক'বছর আগে দেশটি সংগীত ও নাচের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
সাননিউজ/এএএ