আন্তর্জাতিক ডেস্ক: নতুন এক আদেশ জারি করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দেশটিতে এবার হাসিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১১ দিন দেশটির সাধারণ নাগরিকরা হাসতে পারবেন না। সেই সঙ্গে মদ্যপান থেকেও বিরত থাকতে হবে তাদের।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার খবরে এমনটি বলা হয়েছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার প্রাক্তন শাসক কিমের বাবা কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশটিতে ১১ দিনব্যাপী শোকপালন চলবে। আর এ সময়ে দেশটির বাসিন্দারা কেউ হাসতে পারবেন না, মদ্যপানও করতে পারবেন না।
এ শোক চলাকালে নতুন এ নিয়মের ব্যতয় ঘটলে ভোগ করতে হবে কঠিন শাস্তি।
এর আগে পোশাক, চুলের ছাঁট, স্টাইল সব নিয়েই দেশবাসীর উপর কঠোর নিয়ম জারি করেছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
North Koreans are banned from laughing for 11 days. Here’s why pic.twitter.com/6vvtIyKa6J
— TRT World (@trtworld) December 17, 2021
সান নিউজ/এফএইচপি