আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমতীরের উত্তরাঞ্চলে ইসরাইলি সেনাদের একটি চেকপোস্টের কাছে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অবৈধ ইহুদি বসতির এক বাসিন্দা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ বন্দুক হামলার ঘটনা ঘটে। আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
অধিকৃত নাবলুসের পশ্চিমাঞ্চলে ওই বন্দুক হামলার ঘটনায় এক ইসরাইলি নাগরিক নিহত এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
ইসরাইলি ওই চেকপোস্টের কাছে হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেটকার থামে। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা ইসরাইলি বসতকারীদের গাড়িতে আচমকা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ওই প্রাইভেটকারটি পালিয়ে যায়।
ইসরাইলি ওই গাড়িটিতে তিন ইহুদি বসা ছিল। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ইসরাইলি সেনাবাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।
সান নিউজ/এনকে