ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনের একটি মহাসড়কে তেলবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত দশজন নিহত ও আহত হয়েছে ২০০ জনের বেশি। শনিবার (১৪ জুন) দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েইনলিং শহরের কাছে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে নিকটস্থ বাড়িঘর ও কারখানাগুলো ধসে পড়েছে। এছাড়া আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেছে।
এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসাবশেষের একটি বড় টুকরা উড়ে এসে পাশের কয়েকটি ভবনে আঘাত হেনেছে। অগ্নিকুণ্ড আকাশের দিকে উঠছে এবং আতঙ্কিত মানুষ চিৎকার করছে।
অপর এক ভিডিওতে দেখা গেছে, ট্যাংকারের ধ্বংসাবশেষ ও ট্রাকের কয়েকটি চাকা একটি ভবনে প্রচণ্ড গতিতে আঘাত করেছে।
আশে পাশের বাড়ি ঘরে আগুন লাগার ভিডিও -
সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা ১০ জন এবং আহত ১১৭ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জরুরি সেবার সদস্যরা সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে সিসিটিভির খবরে বলা হয়েছে। এছাড়া স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর বেশ কয়েকটি মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
চীনের প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা খুব কম। সরকারি তথ্য অনুসারে, ২০১৫ সালেই দেশটিতে ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। ওই বছর ট্রাফিক আইন লঙ্ঘনকে ৯০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
২০১৯ সালে চীনের পূর্বাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে অন্তত ৩৬ জন নিহত হন।