আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির নতুন চ্যান্সেলর হয়েছেন ওলাফ শালৎস। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) এ খবর জানিয়েছে।
এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের অ্যাঙ্গেলা ম্যার্কেল যুগের আনুষ্ঠানিক অবসান ঘটিয়ে সূচনা হলো শালৎস যুগের।
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে গোপন ব্যালটের ভোটের মাধ্যমেই শালৎসের চ্যান্সেলর হওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। মোট ৩৯৫ ভোট পেয়ে চ্যান্সেলর নির্বাচিত হন শালৎস। তার বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি। এর মধ্যে ছয়জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন।
বুন্দেসটাগ প্রেসিডেন্ট ব্যার্বেল বাস এ ভোটের সূচনা করলেও ভোটকে জার্মানিতে সাধারণত আনুষ্ঠানিকতা হিসাবেই দেখা হয়।
গেলো সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্যবামপন্থী এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে এবং পরিবেশবাদী গ্রিনস এবং নব্যউদারপন্থী এফডিপির সঙ্গে জোট গঠনের চুক্তি করে।
সান নিউজ/এফএইচপি