আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক সেনাপ্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।
এ ঘটনায় মাত্র একজন জীবিত আছেন। জীবিত একজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
13 of the 14 personnel involved in the military chopper crash in Tamil Nadu have been confirmed dead. Identities of the bodies to be confirmed through DNA testing: Sources
— ANI (@ANI) December 8, 2021
এর আগে ভারতের তামিলনাড়ুর কুন্নুর এলাকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হন বলে জানায় এনডিটিভি।
জঙ্গলে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতসহ তার স্ত্রী মধুলিকা, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কুন্নুরের জঙ্গলে বিধ্বস্ত হয় ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন লেগে যায়। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিলো বলে জানা যায়।
#WATCH | Latest visuals from the spot (between Coimbatore and Sulur) where a military chopper crashed in Tamil Nadu. CDS Gen Bipin Rawat, his staff and some family members were in the chopper.
— ANI (@ANI) December 8, 2021
(Video Source: Locals involved in search and rescue operation) pic.twitter.com/YkBVlzsk1J
ভারতের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারে সবমিলিয়ে ১৪ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল জে জে সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে উদ্ধার করা মরদেহগুলো এতটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।
সান নিউজ/এফএইচপি