আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইউক্রেনে আক্রমণের জন্য পরিকল্পনা সাজিয়েছে রাশিয়া। দিন দিন দেশটির সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে রুশ বাহিনী। প্রতিবেশী দেশে হামলা চালাতে ১ লাখ ৭৫ হাজার সৈন্য সাজিয়েছে মস্কো সরকার।
শুক্রবার (৪ ডিসেম্বর) ঘটনাটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা নথির বরাতে এ খবর জানানো হয়েছে।
ওয়াশিংটন পোস্ট বলছে, আগামী বছরের শুরুর দিকে ইউক্রেনে আক্রমণ চালানোর পরিকল্পনা কষছে পুতিন সরকার। এখন পর্যন্ত ইউক্রেন সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে ৯০ হাজারের বেশি রুশ সেনা।
প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি বহুমুখী আক্রমণ হতে পারে। দুই দেশের সীমান্ত এলাকার চার স্থানে সৈন্য মোতায়েন করছে রুশ সরকার। যদিও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই প্রতিবেদনের আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে ৯৪ হাজারের কাছাকাছি সেনা মোতায়েন করেছে মস্কো।
এদিকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ক্যাম্প ডেভিড সামরিক ঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এই ইস্যুতে রাশিয়ার 'রেড লাইন' মানবেন না। মস্কো তার প্রতিবেশী দেশে যে আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছে তা 'অত্যন্ত দুরূহ' করে তুলবে বলে সতর্ক করেছেন তিনি।
বাইডেন বলেন, 'ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আগ্রাসন চালানো থেকে বিরত রাখতে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। তা বাস্তবায়ন সম্ভব হলে ব্যাপক ও অর্থপূর্ণভাবে রাশিয়-ইউক্রেন সংকট মেটানো সম্ভব।'
সান নিউজ/এস