আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে ভারি বৃষ্টিতে বন্যা ও ভুমিধসে অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের অনুসন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের প্রবল বর্ষণে দেশটির সমুদ্র তীরবর্তী শহর ফু ইয়েন, বিন দিন এবং ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু ঘরবাড়ি ও সড়ক ভেঙে পড়েছে, ভেসে গেছে প্রায় ৭৮০ হেক্টর (৭ দশমিক ৮ বর্গকিলোমিটার) জমির ধান।
ভিয়েতনামের ডাক লাক প্রদেশটি কফি উৎপাদনের জন্য বিখ্যাত। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে ধানি জমির ক্ষতি হলেও কফি বাগানগুলোর তেমন ক্ষতি হয়নি।
নিখোঁজদের কেউ বেঁচে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত নয় প্রশাসন। তবে এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি।
সান নিউজ/এনকে