আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভায় কণ্ঠভোটে পাস হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল।
কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে শুরুতেই বিরোধীদের হট্টগোলে সংসদের দুই কক্ষেই স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার।
পরে দুপুর ১২টায় অধিবেশন শুরু হলে কৃষি আইন প্রত্যাহার বিল-২০২১ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। কণ্ঠভোটে তা সঙ্গে সঙ্গেই পাস হয়ে যায়।
এর আগে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে কৃষক আন্দোলন শুরু হয়। টানা আন্দোলন চালিয়ে যাওয়ার পর সফলতার মুখ দেখলেন কৃষকরা।
সান নিউজ/এফএইচপি