ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা পরিস্থিতির কারণে আসছে দিনগুলোতে বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে গত ৫০ বছরের মধ্যে এত বড় সংকট দেখেনি বিশ্ব।
মঙ্গলবার (৯ জুন) জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, এই খাদ্য সংকট মোকাবিলায় প্রতিটি দেশকে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন "করোনাভাইরাস মহামারির ফলে দরিদ্রদের জন্য জরুরি ভিত্তিতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। কারণ এর ফলে সৃষ্ট মন্দার কারণে তাদের মৌলিক পুষ্টির চাহিদা নাগালের বাইরে চলে যেতে পারে।"
তিনি আরও বলেন, 'বিশ্ব গভীর খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। এর ফলে লাখ লাখ শিশু ও প্রাপ্তবয়স্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এখনই সেটা নিয়ন্ত্রণের জন্য আমাদের কাজ করতে হবে।'
গুতেরেস জানান, 'যেসব দেশে প্রচুর খাদ্যশস্য রয়েছে যেসব দেশেও খাদ্য সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। মহামারির প্রভাবে এই বছর বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়ার ঝুঁকিতে আছে। যেসব শিশুরা পুষ্টির অভাবের শিকার হবে তাদের মধ্যে এর প্রভাব সারাজীবন থাকবে।'