আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে ১৩ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।
সোমবার (৯ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ছয় বছর। আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিলো।
এ ঘটনায় মঙ্গলবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন
সোমবারের ওই অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।
এদিকে এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে।
সান নিউজ/এফএইচপি