আন্তর্জাতিক ডেস্ক: টয়লেট বিগড়ে গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ফলে, খুব মুশকিলে পড়েছেন মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফেরার অপেক্ষায় থাকা চার নভোচারী।
শনিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, টয়লেট ভেঙে পড়ায় পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টানা ২০ ঘণ্টা ধরে যাবত ডায়াপার পরে আছেন চার মহাকাশচারী।
বিপদগ্রস্ত এই নভোচারীরা হলেন- জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।
ভরশূন্য অবস্থা বিভিন্ন গবেষণা চালানোর জন্য এই চার নভোচারী গত ছয় মাস ধরে ছিলেন মহাকাশে। ধনকুবের এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু ২ মিশন রকেটে করে শুক্রবার পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাদের।
সান নিউজ/এফএইচপি