আন্তর্জাতিক প্রতিবেদকঃ প্রথমবারের মতো কাতারের রাজধানী দোহায় ‘গাল্ফ বাংলাদেশি বিজনেসম্যান কনফারেন্স- ২০২১ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার।
বিশেষজ্ঞরা মনে করছেন ‘বিশ্বকাপ ফুটবল ২০২২' এর কর্মযজ্ঞে অংশীদার হয়ে বাণিজ্যিক খাতে বাংলাদেশকে তুলে ধরার সুযোগকে কাজে লাগবে। এরই প্রেক্ষাপটে গাল্ফ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক এম. সাইফুল আলম জানান, 'করোনার দীর্ঘ স্থবিরতা কাটিয়ে কিভাবে এই অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার আরও শক্তিশালী করা যায়, সে ব্যাপারে আমরা একসাথে কাজ করতে আগ্রহী।'
সৌদিআরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ওমানে বসবাসরত শতাধিক প্রবাসী ব্যবসায়ীরা এ সম্মেলনে অংশ নেবেন বলেও জানান তিনি।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কাতারি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সান নিউজ/এমএইচ