সাননিউজ ডেস্ক: জাপানে ট্রেনে ছুরি হামলা ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
দেশটির রাজধানী টোকিওতে কোকুরিও স্টেশন এলাকায় রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
বিবিসি জানায়, সন্দেহভাজন হিসেবে ২০ বছর বয়সী এক তরুণ (২০) ঘটনাস্থল থেকে আটক হয়েছেন। ওই তরুণ জোকারের পোশাকে ট্রেনে আগুন ধরিয়ে দেন।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে টিভির একটি ভিডিওতে দেখা গেছে, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ভরা ট্রেন থেকে লোকজন ছুটে আসছে।
সাধারণত জাপানকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। তবে কয়েক বছর ধরে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।
সাননিউজ/এমআর