আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে বন উজাড়ের কারণে ২০২০ সালে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৯.৫ শতাংশ বেড়েছে। ব্রাজিলই একমাত্র দেশ যারা করোনা মহামারির মধ্যে দূষণ কমাতে পারেনি। এছাড়া ব্রাজিলে বিশেষ করে আমাজানে বন উজাড় বৃদ্ধি পেয়েছে।
ক্লাইমেট অবজারভেটরির এক প্রতিবেদনে বলা হয়, করোনাকালে ২০২০ সালে বিশ্বব্যাপী নির্গমন ৭ শতাংশ কমেছে। কিন্তু ব্রাজিলে বেড়ে ২.১৬ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমতুল্য গ্যাস নিঃসরণ করেছে। ২০০৬ সালের পরে এই পরিমান সর্বোচ্চ।
কৃষিকাজ এবং গবাদি পশুপালনের মাধ্যমে, জমি পরিস্কার করার মাধ্যমে বায়ুমন্ডলে কার্বন নির্গত হয়। বিশ্বের বৃহত্তম উৎপাদক এবং সয়া ও গরুর মাংশ রফতানিকারক দেশটির জন্য এটি একটি বড় সমস্যা।
সান নিউজ/এমএইচ