আন্তর্জাতিক ডেস্কঃ আপেলের কথা চিন্তা লাল বা সবুজ রঙের ফলের কথা মনে হয়। তবে দক্ষিণ আমেরিকার আরকানসাসে কালো আপেল উৎপন্ন হয়। যা কিনতে হলে গুনতে হবে প্রতি আপেল দেড় হাজার টাকা।
বিশেষজ্ঞদের দাবি, আরকানসাসেস জলবায়ুর কারণে এর রং কালো হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলেন, ভৌগলিক অবস্থানের কারণে ওই অঞ্চলে দিনের বেলা প্রচুর পরিমাণে অতি বেগুনি রশ্মি পড়ে। আর রাত হলেই তাপমাত্রা ভাবে কমে যায়। এতে আপেলের ত্বকে এর ব্যাপক প্রভাব পরে। এবং ধীরে ধীরে এর ত্বক ক্রমশ কালো হয়ে ওঠে।
এই আপেলের উপরের অংশের রং কালো হলেও ভেতরের অংশের রঙের কোনো পরিবর্তন হয় না। তবে ভেতরের অংশ অন্যান্য আপেলের মতোই সুস্বাদু।
জানা যায়, কালো আপেল দুর্লভ হওয়ায় বাজারে এই প্রজাতির আপেলের ফলন তুলনামূলক কম। এই আপেল ফলতে পাঁচ থেকে ছয় বছর লেগে যায়। তাই এই আপেলের মূল্য বেশি।
সান নিউজ/এমএইচ